বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংকের আমন্ত্রণে এপ্রিলের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ মে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সময় সংবাদকে এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী একই সময় জাপান ও ‍যুক্তরাজ্যও সফর করবেন।

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের গত পাঁচ দশকের সম্পর্কের সবচেয়ে বড় ফাটল ধরে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে। দুর্নীতি হতে পারে এমন অভিযোগ এনে ২০১১ সালে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। এ নিয়ে সংস্থাটির সঙ্গে কয়েক বছর ধরে টানাপোড়েন চলে। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন নিয়ে গর্ব করে। তাদের ভুল বোঝানো হয়েছিল। এখন তারা ঘটা করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করছে।’

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাবেন। যুক্তরাষ্ট্র সফরের আগে জাপান সফর করবেন তিনি।

বিগত প্রায় ১৫ বছরের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের বাইরে কোনো কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে আসেননি প্রধানমন্ত্রী। এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই প্রধানমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ৯:৪২:৩৫   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুস্তাফা জামান আব্বাসী আর নেই
নীলে নীলে মিলে একাকার মিম
ষড়যন্ত্র করে থামাতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে: হাসনাত
ভারতের ৩২ বিমানবন্দর সাময়িক বন্ধ
রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর
ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: গণশিক্ষা উপদেষ্টা
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে : আলী রীয়াজ
শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে
ভারতের বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ