সামাজিক-সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে-ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সামাজিক-সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে-ডেপুটি স্পীকার
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



সামাজিক-সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে-ডেপুটি স্পীকার

পাবনা, ১৫ এপ্রিল ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, সকল শ্রেণি পেশার মানুষ যেন আনন্দঘণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ‌্যে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের উচ্চবিত্ত শ্রেণিকে এমন মহৎ উদ‌্যোগ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সামাজিক-সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

আজ (শনিবার) সাঁথিয়ার জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাঁথিয়া উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটি’র সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি ঈদ উপলক্ষ‌্যে সাথিয়া পৌরসভার গরীব ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ১০ কেজি করে চাল বিতরণ, এতিমখানা ও দুস্থদের মাঝে চেক বিতরণ ও ১০ টি নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাথিয়া কর্তৃক আয়োজিত ‘কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কংগ্রেস’ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা সর্বপ্রথম সমবায়ভিত্তিক কৃষিচাষের উদ‌্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর কন‌্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের সার-বীজ প্রাপ্তি নিশ্চিত করে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করেছেন। খাদ‌্য চাহিদা পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, ১ ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবেনা। সকল জমিকে চাষাবাদের অন্তর্ভুক্ত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সাহায‌্য ও সহযোগীতা করা হবে।

সাঁথিয়া উপজেলার নির্বাচিত সরকারী প্রাথমিক বিদ‌্যালয়সমূহে ল‌্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মোঃ শামসুল হক টুকু বলেন, ডিজিটাল প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ করোনাকালকে সুন্দরভাবে মোকাবেলা করেছে। এ সময় প্রযুক্তি ব‌্যবহারের মাধ‌্যমে শহর ও প্রত‌্যন্ত অঞ্চলেও ই-কমার্স দারুণ জনপ্রিয় হয়ে উঠে। অভিভাবকদের উদ্দেশ‌্যে তিনি বলেন, সরকার সকলের দোরদোড়ায় প্রযুক্তির সুবিধা পৌছে দিচ্ছে স্মার্ট নাগরিক তৈরিতে সবাইকে দায়িত্ব গ্রহণ করতে হবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম‌্যান মোঃ সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২০   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলছে লিবিয়ান কোস্টগার্ড!
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
জামালপুরে অনুষ্ঠিত হলো ৭৮তম বুনিয়াদি কোর্সের সমাপনী
দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮
পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ