সোমবার, ৮ মে ২০২৩

নৌকায় ভোট দিয়ে আহসান উল্লাহ মাস্টার হত্যার প্রতিশোধ নিতে হবে : মায়া চৌধুরী

প্রথম পাতা » গাজীপুর » নৌকায় ভোট দিয়ে আহসান উল্লাহ মাস্টার হত্যার প্রতিশোধ নিতে হবে : মায়া চৌধুরী
সোমবার, ৮ মে ২০২৩



নৌকায় ভোট দিয়ে আহসান উল্লাহ মাস্টার হত্যার প্রতিশোধ নিতে হবে : মায়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, গাজীপুর সিটিসহ আগামী সকল নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আহসান উল্লাহ মাস্টার হত্যার প্রতিশোধ নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী একটি চক্র পাঁয়তারা করছে।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে টঙ্গীর নোয়াগাঁও এম.এ.মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুর নাহার ভূঁইয়া এমপি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মো.আব্দুল মতিন মাস্টার, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী নিলীমা আক্তার লিলি, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাহিমা আক্তার হুসনা,মহানগর মহিলা লীগের সহসভাপতি শিরিন শহীদ প্রমুখ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটির মধ্যে গাজীপুর সিটির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো মূল্যেই গাজীপুরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার প্রতিষ্ঠিত টঙ্গীর নোয়াগাঁও এম.এ.মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০৪ সালের ৭ মে এই স্থানে এক জনসভায় স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি জোট সরকারের সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। তারা আবার ভোট চায়। গাজীপুরবাসী আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আহসান উল্লাহ মাস্টারের স্বপ্নের একটি স্মার্ট গাজীপুর গঠন করবে এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার পিতার হত্যার বিচারের রায় কার্যকর করার দাবি জানিয়ে বলেন, হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:২০:১৭   ১৬১ বার পঠিত