সোমবার, ২২ মে ২০২৩

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক
সোমবার, ২২ মে ২০২৩



ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক

ঢাকা, ২২ মে, ২০২৩: একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মনোরঞ্জন শীল গোপাল, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া এবং মোসাঃ তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকে ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে আসন্ন হজ্ব ২০২৩ এর হজ্ব টিমে জনবল নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও ৫৬০ টি মডেল মসজিদে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মডেল মসজিদের সার্বিক কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সকল সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্রের মাধ্যমে জানিয়ে দেয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২১   ৯১ বার পঠিত