সোমবার, ১২ জুন ২০২৩

সৌ‌দির সফর জে‌ল প‌রিচাল‌কের সঙ্গে দূতাবা‌স উপ-প্রধা‌নের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌ‌দির সফর জে‌ল প‌রিচাল‌কের সঙ্গে দূতাবা‌স উপ-প্রধা‌নের সাক্ষাৎ
সোমবার, ১২ জুন ২০২৩



সৌ‌দির সফর জে‌ল প‌রিচাল‌কের সঙ্গে দূতাবা‌স উপ-প্রধা‌নের সাক্ষাৎ

সৌ‌দি আর‌বের হাফার আল-বাতিনের ইদারাতুল ওয়াফিদিনের (সফর জেল) পরিচালক আবু মুসা আল-যাহাবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা।

সম্প্রতি হওয়া সৌজন্য সাক্ষা‌তের বিষ‌য়ে রোববার (১১ জুন) রা‌তে এক বার্তায় জানিয়েছে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, সৌজন্য সাক্ষা‌তে তারা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে অনিয়মিত অর্থাৎ ইকামার মেয়াদোত্তীর্ণ বা হুরুবপ্রাপ্ত বাংলাদেশিদের দ্রুত ফাইনাল এক্সিট ভিসা প্রদানের জন্য এবং অন্যান্য যে সকল অনিয়মিত প্রবাসীকে সফর জেল কর্তৃপক্ষ দেশে প্রেরণ করে তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশি প্রবাসী যাদেরকে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের উন্নত আবাসন, খাবার এবং অসুস্থদের চিকিৎসা সুবিধাসহ অন্যান্য বিষয়ে সুযোগ-সুবিধা প্রদান করার আহ্বান জানালে সফর জেলের পরিচালক এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এছাড়া পাসপোর্ট নেই এমন বাংলাদেশি যাদেরকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠানো হবে তাদের দ্রুত ট্রাভেল পারমিট দেওয়ার জন্য সফর জেলের পরিচালক আহ্বান জানালে মিশন উপ-প্রধান তাদের দ্রুত ট্রাভেল পারমিট প্রদানের ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আলমগীর হোসেন এবং দূতাবাসের অনুবাদক কাম আইন সহকারী খন্দকার মোহাম্মদ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:০৬   ৯০ বার পঠিত