প্রান্তিক জনগণের মধ্যে তথ্য সেবার সচেতনতা বৃদ্ধিতে বিটিভি’তে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রান্তিক জনগণের মধ্যে তথ্য সেবার সচেতনতা বৃদ্ধিতে বিটিভি’তে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে : তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



প্রান্তিক জনগণের মধ্যে তথ্য সেবার সচেতনতা বৃদ্ধিতে বিটিভি’তে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে : তথ্যমন্ত্রী

সংসদ ভবন, ১৫ জুন,২০২৩ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ টেলিভিশন দেশের প্রান্তিক জনগোষ্টির মধ্যে তথ্য সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন জায়গা থেকে নিয়মিতভাবে প্রচার করে আসছে।
মন্ত্রী আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত নারায়ণগঞ্জ-২ আসনের সরকার দলীয় সদস্য মো. নজরুল ইসলাম বাবুর লিখিত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন,এছাড়া সরকারি ও বেসরকারি গণমাধ্যম প্রতিষ্টানসমূহকে শক্তিশালী করার মাধ্যমে অবাধ ও অংশগ্রহণমূলক তথ্যেও প্রবাহ ধারায় জনগণকে সম্পৃক্ত, অবহিত, সচেতন ও উদ্বুদ্বকরণের লক্ষে বর্তমান সরকার জাতীয় তথ্য বাতায়ন এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালু করে তথ্য সেবাকে জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, সরকার তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্টা, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪, অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত-২০২২) এবং ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২’ প্রণয়ন করেছে।
তিনি বলেন, গণমাধ্যমবান্ধব সরকারের উদার সম্প্রচার নীতিমালার কারণে বর্তমান সরকার বেসরকারি খাতে ৪৮টি টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপি টিভি এবং ৩৬৭টি নিউজ পোর্টালের অনুমতি দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের (ঢাকা-৪) ্পর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে জানান, সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার কোন ধরণের হস্তক্ষেপ করছে নাএবং এই সেক্টরের মানোন্নয়নের লক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। বিশেষভাবে সংবাদপত্রের ও সাংবাদিকদের মানোন্নয়নের জন্য প্রেস কাউন্সিল কর্তৃক কর্মরত সাংবাদিকদের জন্য সারা বছরব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়াধীন তথ্য অধিদপ্তর সরকারের প্রচার ও প্রচার সমন্বয়কারী গুরুত্বপূর্ণ প্রতিষ্টান সরকারের প্রচার ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কিত তথ্যাবলী, নারীর ক্ষমতায়ণ, নারী ও শিশু নির্যাতন বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী ইত্যাদি বিষয়ে জনসচেতনতা ও উদ্বুদ্বকরণে তথ্য বিবরণী, ফিচার, নিবন্ধ কার্টুন ও স্লোাগান জাতীয় পত্রিকা সমূহে নিয়মিত প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪২   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি : প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ
‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’
মাসুদুজ্জামানের পক্ষে জীবনের সর্বোচ্চ বাজি রেখে কাজ করার আহ্বান
পরিবহন শ্রমিকদের কল্যাণ ফান্ড গঠনের নির্দেশ ডিসির
সরিষাবাড়ীতে ওলামা নেতাকে মারধর,ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুর, আহত ১
অতীতের মতো কেউ যেন ফাউল গেম খেলতে না পারে : জামায়াত আমির
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা : সিএমপি কমিশনার
এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে ৯ দল, রূপরেখা চূড়ান্ত করতে বৈঠক
নির্বাচনের পর দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ