সিদ্ধিরগঞ্জে ২ আসামিকে গ্রেপ্তারের ৩৬ঘন্টা পর আদালতে প্রেরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ২ আসামিকে গ্রেপ্তারের ৩৬ঘন্টা পর আদালতে প্রেরণ
শনিবার, ১৭ জুন ২০২৩



সিদ্ধিরগঞ্জে ২ আসামিকে গ্রেপ্তারের ৩৬ঘন্টা পর আদালতে প্রেরণ

সিদ্ধিরগঞ্জে মিথুন চাকমা (২৭) নামে এক উপজাতী যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্রেপ্তারের ৩৬ ঘন্টা পর শহিদুজ্জামান সৌরভ (২৫) ও মো: লাল মিয়া ওরফে লালু (৩০) নামে দুই আসামিকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত ২ টায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের মজিববাগ ও সিআইখোলা এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স।

হামলার শিকার মিথুন চাকমা খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার কুকিছড়া এলাকার মৃত কালু চাকমার ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাস লাইন এলাকার ইতালী বিল্ডিংয়ের ভাড়াটিয়া। হামলাকারী আসামীরা হলো, বরগুনা জেলার বেতাগী থানার কাউনিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে এবং সিদ্ধিরগঞ্জের মজিবাগ এলাকার বাছেদের বাড়ির ভাড়াটিয়া শহিদুজ্জামান সৌরভ ও পটুয়াখালী জেলা সদরের নন্দিপাড়া এলাকার মো: হাসান খলিফার ছেলে এবং সিদ্ধিরগঞ্জের আলামিন নগর এলাকার তুষার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো: লাল মিয়া ওরফে লালু।

এদিকে, স্রেফতারের পর থেকেই পর্দার আড়াল থেকে একটি প্রভাবশালী মহল দুই আসামিকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করে। পুলিশ শুক্রবার (১৬ জুন) দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করার প্রস্তুতি নিয়েও সময় মতো পাঠায়নি।

ওইদিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাদী-বিবাদীকে নিয়ে তাদের কক্ষে বসে উভয় পক্ষের সাথে কথা বলেন এবং বাদীর কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করে তাকে বুঝিয়ে দেয়া হয়। পরে রাতে আসামিদের বিরুদ্ধে মারামারি মামলা রুজু করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩০।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ভুক্তভোগী মিথুন চাকমা ও তার দুই বন্ধু পরেশ চাকমা (২৭) ও রতন প্রিয় চাকমা বাসার নিচে চায়ের দোকানে চা পান করার জন্য বাহির হইলে হামলাকারী শহিদুজ্জামান সৌরভ ও মো: লাল মিয়া ওরফে লালুর নেতৃত্বে অজ্ঞাতনামা ৬/৭ জন যুবক কদমতলী গ্যাস লাইন এলাকার ইতালী বিল্ডিংয়ের নিচে তাদের পথরোধ করে এলাপাথারী মারধর করে জখম করে।

আজ্ঞাতনামা এক আসামি মিথুনকে ঘাড়ে ধরে পাকে থাকা অটো গাড়ীতে সজোরে ধাক্কা মারলে তার মাথায় জখম হয়। ধাক্কার ফলে অটো গাড়ীর গ্লাস ভেঙ্গে গেলে ভাঙ্গা গ্লাসের টুকরা দিয়ে অন্য এক অজ্ঞাত হামলাকারী তাকে হত্যার উদ্দেশ্যে তার গলায় পোচ মারিলে সে নিজেকে বাঁচানোর জন্য সরিয়া গেলে উক্ত ধারালো অটোগাড়ীর গ্লাসের টুকরার আঘাত তার বাম কাধের সামনে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় হামলাকারীরা ভুক্তভোগীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুজ্জামান সৌরভ ও মো: লাল মিয়া ওরফে লালুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটটি কদমতলী গ্যাস লাইন থেকে ডিএনডি ক্যানেল সড়কের মুজিব ফ্যাশন পর্যন্ত রাস্তায় দিনে রাতে ছিনতাই এবং মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড করে বেড়ায়। শহিদুজ্জামান সৌরভ হচ্ছে এলাকার একজন চিহ্নিত মাদকের ডিলার।

কদমতলী এলাকার ত্রাস তানজীম কবির সজুর শেল্টারে এই সিন্ডিকেটটি এলাকায় অবাধে অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বীরদর্পে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রাশাসনিক কোন ঝামেলা হলে সন্ত্রাসী সজু তদবির করে থাকে।

এ ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানায়, আমরা ৩৬ ঘন্টার আসেই আসামীদের আদালতে প্রেরণ করেছি। ভাই আমি হাসপাতালে রয়েছি, ৩৬ ঘন্টার কথা বলে আমাকে পেইন দিয়েন না।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১০   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহায়তার চেক বিতরণ:
ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিইসির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ
পুরোনো রাষ্ট্রব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে: ফরহাদ মজহার
কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ