নারায়ণগঞ্জের মানুষ নৌকায় ভোট দিতে পারছে না : আনোয়ার হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের মানুষ নৌকায় ভোট দিতে পারছে না : আনোয়ার হোসেন
শুক্রবার, ২৩ জুন ২০২৩



নারায়ণগঞ্জের মানুষ নৌকায় ভোট দিতে পারছে না : আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ ও আওয়ামী লীগ একে অন্যের অপূরক। শেখ হাসিনার ঘাটি।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দূর্গ। তারপরও নারায়ণগঞ্জের মানুষ অনেকদিন নৌকায় ভোট দিতে পারছে না। আমি প্রথম দাবী করেছিলাম নৌকার প্রার্থী চাই নারায়ণগঞ্জ-৫ আসনে। পোস্টার লাগিয়েছিলাম বর্তমান এমপি তখন বলেছিলো।

শুক্রবার (২৩ জুন) বিকেলে দুই নং রেইল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, আমার ছাত্র জীবনে দীর্ঘ ১৯ মাস কারাজীবন ভোগ করেছি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত থেকেছি। আমি তো দাবী করতেই পারি নৌকার, আমি প্রার্থী হতেই পারি।

মূল দাবী নারায়ণগঞ্জ ৫টি আসনে নৌকার প্রার্থী দিতে হবে, এটা আনোয়ার, মনোয়ার হোসেন বা আলী হোসেন যাকেই দেন। আলোচনা সভা শেষে নগরীতে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান আহমেদ দুলাল এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এড. হাবীব আল মুজাহিদ পুলুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, উপ দপ্তর সম্পাদক মামুন গাজী, মহানগর আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন, ১৮নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর কবির হোসেন সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৩   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
রাজনৈতিক দলগুলোর অনৈক্যে, অনিবার্যভাবে ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ : এবি পার্টি
নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি
শহীদের ঋণ শোধ করতে হবে: জেলা প্রশাসক
আইন কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা
ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
জুলাইয়ের রক্তের ত্যাগ সার্থক করতে চাঁদাবাজ-খুনিদের উৎখাত করতে হবে: চরমোনাইর পীর
এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ