সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি
শনিবার, ১৫ জুলাই ২০২৩



সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। বৈঠকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহ‌যো‌গিতার আহ্বান জানিয়েছে জাপা। জাপা বলেছে, রাজনৈতিক দলগুলোর ম‌ধ্যে সংলাপ দরকার।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় গুলশানে এই বৈঠক করেন তারা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার বি‌শেষ দূত মাশরুর মওলাসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন।

তিনি আরও যোগ করেন, বৈঠকে নির্বাচন নি‌য়ে কথা হয়েছে। তবে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়‌নি।

মাশরুর মওলা জানান, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কর‌তে তারা পর্যবেক্ষক পাঠাবেন। ইইউর এই অবস্থান‌কে স্বাগত জানিয়েছে জাপা

তিনি আরও বলেন, ইইউ প্রতিনিধিরা জানেন, বিগত নির্বাচনে কী হ‌য়ে‌-ছে। তারা তা মুখে না বল‌লেও বৈঠ‌কে ম‌নোভা‌বে বু‌ঝি‌য়ে‌ছেন। নির্বাচনকালীন সরকার কেমন হ‌বে, তা নি‌য়ে কথা হয়‌নি বৈঠ‌কে। ‌কীভা‌বে নির্বাচন‌কে অবাধ ও সুষ্ঠ‌ু করা যায়, তা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌-ছে।

মাশরুর মওলার ভাষ্য, ইইউ প্রতিনি‌ধিরা জান‌তে চে‌য়ে‌ছেন, জাপা আগামী নির্বাচ‌নে কীভা‌বে অংশ নে‌বে? জোট কর‌বে না‌কি এককভা‌বে ভোট কর‌বে? জাপা জানিয়েছে, এককভা‌বে নির্বাচ‌নে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৪   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন পিসিসিপি
নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়েই এগোতে হবে যুবকদের: জেলা প্রশাসক
দরিদ্র দুই প্রমিলা ফুটবলারের পাশে দাড়ালেন ডিসি জাহিদুল
টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা অব্যাহত রাখতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সাক্ষাৎ
হবিগঞ্জে ভোক্তা অধিকারের সেমিনার অনুষ্ঠিত
জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক
প্রশিক্ষণ নিলেন সরিষাবাড়ীর পাট চাষীরা
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ