বুধবার, ১৯ জুলাই ২০২৩

নাটোরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
বুধবার, ১৯ জুলাই ২০২৩



নাটোরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

জেলায় আজ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় বিজয়ী হয়েছে। সকাল দশটায় সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের প্রতিবন্ধক। দুর্নীতি নির্মূল করতে পারলে দেশের উন্নয়ন বেগবান এবং টেকসই হবে। বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনায় শাণিত করতে হবে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নুর আহমেদ মাছুম।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল জানান, ৮ জুলাই থেকে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করে। ফাইনালে লক্ষীপুর দারুল উলুম আলিম মাদ্রাসাকে পরাজিত করে নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের মুনজিয়া মুন।

বাংলাদেশ সময়: ১৪:০৯:৫৩   ৮৩ বার পঠিত