আবারও ‘স্পাইডার-ম্যান’ হয়ে পর্দায় আসছেন অ্যান্ড্রু গারফিল্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও ‘স্পাইডার-ম্যান’ হয়ে পর্দায় আসছেন অ্যান্ড্রু গারফিল্ড
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



আবারও ‘স্পাইডার-ম্যান’ হয়ে পর্দায় আসছেন অ্যান্ড্রু গারফিল্ড

হলিউডের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার-ম্যান’ এর নতুন সিক্যুয়ালে ফেরার ইঙ্গিত দিয়েছেন স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড।

এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’র প্রথম এবং দ্বিতীয় কিস্তিতে পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির আসন্ন সিনেমাগুলোতে স্পাইডারম্যানের ভূমিকায় পুনরায় পর্দায় আসতে পারেন, এমনটাই সম্ভাবনা রয়েছে।

৩৯ বছর বয়সী অভিনেতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, গল্প কখনোই শেষ হয় না। এই অভিনেতা আরো যোগ করে বলেন, ’স্পাইডার-ম্যান চরিত্রে অনেক সম্ভাবনা রয়েছে। তাই অন্যান্য গল্পের সাথে এই চরিত্রের ফিরে আসার অফুরন্ত সম্ভাবনা রয়েছে।

২০১২ ও ২০১৪ সালে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন গারফিল্ড। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। এরপর টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ একটি ক্যামিও চরিত্রে উপস্থিত হয়েছেন গারফিল্ড।

তবে শুধু গারফিল্ডই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার আগ্রহ দেখাননি, আরেক স্পাইডার-ম্যান টোবে ম্যাগুয়ারও এই চরিত্রে ফেরার প্রত্যাশা রেখেছেন।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত টোবে ম্যাগুয়ার অভিনীত ‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায় ফ্র্যাঞ্চাইজিটি। সিনেমাটির তিনটি কিস্তি মুক্তি পায়, যার প্রতিটি ব্লকবাস্টার ছিল ব্ক্স অফিসে। এরপর ২০১২ ও ২০১৪ সালে অ্যান্ড্রু গারফিল্ড এই চরিত্রে অভিনয় করেন।

এ ছাড়া ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান হোমকামিং’ দিয়ে এই চরিত্রে পর্দায় আসেন টম হল্যান্ড। এই তিন স্পাইডার-ম্যানকে একসঙ্গে দেখা যায় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান নো ওয়ে হোম’ চলচ্চিত্রে।

বাংলাদেশ সময়: ১৪:৩০:০৪   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে নেতৃত্বে পরিবর্তন আনা হবে: গিয়াসউদ্দিন
প্রবীণ-ত্যাগী-প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের পাশে মাসুদুজ্জামান
উন্নয়ন কাজে সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি: ডিসি
‘নতুন কুঁড়ি’ নতুন প্রজন্মের প্রতিভার বিকাশ ঘটাবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা কারো একক দাবি নয় : প্রধান বিচারপতি
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ