টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে হত্যা, মূল অভিযুক্তসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে হত্যা, মূল অভিযুক্তসহ গ্রেফতার ২
শুক্রবার, ৪ আগস্ট ২০২৩



টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে হত্যা, মূল অভিযুক্তসহ গ্রেফতার ২

টাঙ্গাইলের সখীপুরে চাচা-ভাতিজাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মোস্তফা ও আলামিন ঢাকা ও গাজীপুরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। দুজনকেই গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৪ আগস্ট) কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, সমিতি থেকে চড়া সুদে টাকা নিয়েছিলেন মোস্তফা। আর সেই টাকা পরিশোধ করতেই বেছে নেন ছিনতাইয়ের পথ। সঙ্গী করেন বিদেশফেরত আলামিনকে। মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী শাহজালাল লক্ষাধিক টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন, এমন নিশ্চয়তা থেকেই হামলা করেন তারা। এ সময় সঙ্গে চাচা মজনু মিয়াও ছিলেন। দুজনকে হত্যার পর শরীরে তল্লাশি চালিয়ে পান মাত্র ৬০০ টাকা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, মোটরসাইকেল চলন্ত অবস্থায় তারা শাহজালালের মাথায় আঘাত করে। এতে শাহজালাল মাটিতে পড়ে যায়। তখন শাহজালালের সঙ্গে থাকা চাচা মজনু চিৎকার করলে আলামিন মজনুর মাথায়ও আঘাত করে।

তিনি বলেন, তারা অনেকটা নিশ্চিত ছিল যে, তাদের কেউ শনাক্ত করতে পারবে না। তবে এ ঘটনায় মামলা হওয়ার পর সব আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের ধরতে কাজ শুরু করে। এরই ফলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

খন্দকার আল মঈন বলেন, ঘটনার পর নিহতদের সঙ্গে থাকা একটি ফোন পাশের ডোবায় ফেলে দেয় এবং আরেকটি নিজেরা ব্যবহার করছিল। অভিযুক্তরা এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। মূল পরিকল্পনাকারী মোস্তফার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:০৪   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ