বিএনপি বিশেষ দেশের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে : হানিফ

প্রথম পাতা » খুলনা » বিএনপি বিশেষ দেশের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে : হানিফ
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



বিএনপি বিশেষ দেশের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলনটা হচ্ছে নির্বাচন বানচাল করার জন্য এবং তারা এখন একটা বিশেষ কোন দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছে।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, দেশবাসী দেখেছে বিএনপি কোন কর্মসূচির আগে বিশেষ কোন রাষ্ট্রদূতদের বাসায়, অফিসে দৌড়াদড়ি করে। আবার কর্মসূচির পরে তাদের কাছে গিয়ে রিপোর্ট করে এটা একটা অবাক করার বিষয়।
তিনি বলেন, বিএনপি বিদেশী দূতাবাসের পরামর্শে রাজনৈতিক কর্মসূচি দেয়, তাদের কাছে রিপোর্ট করতে হয়, এটা শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে নজিরবিহীন ঘটনা। এর মধ্যে দিয়ে প্রমাণিত বিএনপি’র নিজস্ব কোন রাজনৈতিক অভিলাষ নয়, বিদেশী কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই সমস্ত কর্মকান্ড করে যাচ্ছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তে লিপ্ত আছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগ সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করেই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। সুতারাং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবেনা। আওয়ামী লীগের প্রতি যতক্ষণ সাধারন মানুষের সমর্থন আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে কোনভাবেই পরাস্ত করা সম্ভব হবেনা।
হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট ভিত্তিক সংগঠন আইআরআই যে জরিপ করেছে সেখানেও কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে এদেশের এখনো ৭০ভাগ মানুষ মনে করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিকভাবে চলছে। এর মধ্যে দিয়ে প্রমাণিত যে, এখনো ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার উপর আছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৩   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
ঝিনাইদহে ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২
জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব
আরও রক্ত দিয়ে হলেও পরিবর্তনকে সফল করা হবে: গোলাম পরওয়ার
চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান
চুয়াডাঙ্গায় সাইকেল শোরুম থেকে বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি : ভয়েস নেটওয়ার্কের কর্মশালায় বক্তারা
ফকিরহাট ফলতিতা আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ