বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে: ফারিণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে: ফারিণ
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে: ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চলতি মাসের ১১ তারিখ দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন। এরপর চার দিনের হানিমুন কাটিয়েছেন মালদ্বীপে। দেশে ফিরে শুটিংয়ের কাজে আবারও উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়।

শত ব্যস্ততার মাঝে বিয়ে করে যেন আরামই পাচ্ছেন না ছোট পর্দার এই নায়িকা। কাজের এত চাপ যে, ভবিষ্যতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা করতে পারবেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত হতে পারছেন না। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

ফারিণ বলেন, ‘কাজের চাপে বিয়েটাও আরাম করে করতে পারিনি (হেসে)। ১০ তারিখ পর্যন্ত একটা ওয়েব ফিল্মের শুটিং করেছি। এরপর কোনোমতে সময় বের করে ১১ তারিখে বিয়ে করেছি। ১২ তারিখে ফিল্মের ডাবিং করে ১৩ তারিখে হানিমুনে গিয়েছি। ফিরেছি বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায়।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছা আছে, বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার। আবার নতুন করে অনুষ্ঠান না–ও করতে পারি। কারণ, যে পরিমাণ কাজের চাপে আছি, বলে বিশ্বাস করাতে পারব না। তাছাড়া ২২ আগস্ট রাফিদ লন্ডনে চলে যাচ্ছে। নতুন চাকরি। হয়তো কম সময়ের মধ্যে ছুটি পাওয়া তার পক্ষে সম্ভব হবে না।’

বিয়ের পর তারকাদের ভক্ত কমে যাওয়ার আশঙ্কা থাকে। এ বিষয়ে কী ভাবছেন ফারিণ? অভিনেত্রীর সোজাসাপ্টা জবাব, ‘আমার এই আশঙ্কা কোনো দিনই ছিল না। আমার জীবনের কোনো সিদ্ধান্ত নেব, ভক্তদের কথা ভাবতে হবে কেন? ভক্তরা আমার পর্দার কাজকে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি। আর প্রিয় তারকার জীবনের ভালো কোনো কাজ, পবিত্র কাজে যদি ভক্তদের সমর্থনই না থাকে; তাহলে কীসের ভক্ত! আমার মনে হয়েছে, বিয়ের পর আমার ভক্ত আরও বেড়েছে। বিয়ের খবর আর ছবি ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করার পর, সবার যে পরিমাণ সাড়া পেয়েছি, মুগ্ধ আমি।

প্রসঙ্গত, সাড়ে আট বছর প্রেমের পর অবশেষে প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় বিয়ের মালা পরান তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) সামাজিকমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে সকলের দোয়া চেয়েছেন তিনি।

চলতি মাসের পুরোটা সময় শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়াতে থাকবেন ফারিণ। সেখানে নির্মাতা শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের কাজ করবেন। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আরেকটি ওয়েব ফিল্মের কাজ শুরুর কথা রয়েছে তার। আপাতত নভেম্বর পর্যন্ত অবসর নেই অভিনেত্রীর, কারণ শিডিউল দেওয়া আছে সেভাবেই।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩০   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে
আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
দেশি-বিদেশি ষড়যন্ত্রে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : সাখাওয়াত
ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না: মৎস্য উপদেষ্টা
হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের ওপর থুতু ছিটান হাসিনা
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর
দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল করার আহ্বান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ