তোয়ালে জড়ানো ছবি দিয়ে তোপের মুখে স্বস্তিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তোয়ালে জড়ানো ছবি দিয়ে তোপের মুখে স্বস্তিকা
সোমবার, ২১ আগস্ট ২০২৩



তোয়ালে জড়ানো ছবি দিয়ে তোপের মুখে স্বস্তিকা

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছেড়ে কথা বলার পাত্রী নন তিনি। কিছুদিন আগে নেটমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের মঞ্চে। এবার নিজেই হলেন সাইবার বুলিংয়ের শিকার। তবে ছেড়ে দেননি তিনি, পাল্টা জবাব দিয়েছেন সমালোচকদের।

রোববার (২০ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে একাধিক তোয়ালে জড়ানো ছবি দিয়েছিলেন স্বস্তিকা। সঙ্গে জুড়ে দেন বোল্ড ক্যাপশন। অভিনেত্রীকে এমন খোলামেলা অবতারে দেখেই ধেয়ে আসে একের পর এক কটাক্ষবাণ। সঙ্গে কুরুচিকর মন্তব্যের বন্যা।

ধবধবে সাদা তোয়ালে পরনে কয়েকটি ছবি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমার স্তনকে আলিঙ্গন করছি। কারণ আমার বডি টাইপ অনুসারে স্তন ৪০ বছরে যেমন হওয়ার তেমনই (না সেগুলো ক্যামেরন দিয়াজের মতো হতে পারে না)। মেয়েরা যখন একটানা ১২ ঘন্টা ধরে অন্তর্বাস পরে থাকে তখন এই দাগ অধিক সময় স্থায়ী হয় মন ভাঙার যন্ত্রণার চেয়ে। যদিও আমার এতে আপত্তি নেই। মুখের ভাঁজ নিয়ে আমি আনন্দিত। না এটা কোনও ত্বকের রোগ নয় যে তড়িঘড়ি চিকিৎসা করাতে হবে। আর হ্যাঁ, ১৫ বছর পর চুল বড় করছি বলে আমার এই ছোট্ট ঝুঁটি নিয়ে খুব আনন্দিত।’

তবে অভিনেত্রীর এমন পোস্টের সারমর্ম না বুঝেই অর্বাচীন নেটপাড়ার একাংশ কুরুচিকর মন্তব্য করা শুরু করেছেন। নেটপাড়ার নীতিপুলিশদের কেউ কেউ আবার বাথরুম থেকে তোয়ালে জড়ানো ছবি দেওয়ায় গা ঢাকা রাখার পাঠ দিয়েছেন। তবে সেই অশ্লীল মন্তব্য নজর এড়ায়নি স্বস্তিকার। পাল্টা কড়া কথা শোনালেন অভিনেত্রী।

টুইটে লিখলেন, ‘ইনস্টাগ্রামে তোয়ালে গায়ে ৪টা ছবি পোস্ট করেছিলাম। সোশ্যালের নীতিপুলিশদের কথা বাদই দিলাম। ওদেরক তো গোটা জীবন ধরে সহ্য করে আসছি। পাত্তাও দিই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায় আর কী! কীরকম জায়গায় আমরা পৌঁছেছি সত্যি।’

সম্প্রতি হইচই-এর ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে দেখা গেছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আগামীতে তাকে দেখা যাবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সেকশন ৮৪’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০৬   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়: শামা ওবায়েদ
বোয়ালমারীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত
সরিষাবাড়ীতে ভিজিডির চাল আত্মসাৎ প্রশাসকের বিরুদ্ধে আদালতে মামলা
পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
২০০৮ সাল থেকেই নির্বাচনব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া শুরু : শফিকুল আলম
নারী ও শিশুরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ: উপদেষ্টা
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা
রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ