সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ সদস্য গ্রেপ্তার
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩



গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ সদস্য গ্রেপ্তার

বরিশালে গাঁজা বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটকের পর পুলিশে দিয়েছেন জনতা। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় ঘটনাটি ঘটে। ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, রবিবার রাতে তিন কেজি গাঁজাসহ একজনকে আটক করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকের টিম। সেই টিমেই কর্মরত ছিলেন ‍উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর। অভিযান শেষে সকালে অফিসে আসার পর উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর বাহিরে বের হন। এর কিছুক্ষণ পর জানতে পারি তারা পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে জনতার হতে আটক হয়েছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে গাঁজাসহ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৩   ১১৩ বার পঠিত