রবিবার, ৮ অক্টোবর ২০২৩

বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মহামানব : প্রাণিসম্পদমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মহামানব : প্রাণিসম্পদমন্ত্রী
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মহামানব : প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদিয়ক চেতনার মহামানব। তাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার পান।

আজ রবিবার সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মতুয়া মহাসমাবেশ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের শাসন ক্ষমতায় আসলে সনাতন ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা থাকে না।
তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

এদিন বিকেলে নাজিরপুর উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক হাজার নারী-পুরষের অংশগ্রহণে উপজেলার শ্রীরামকাঠীর উত্তমনগর মঠের প্রতিষ্ঠাতা শ্রীকুমার আচার্য্য’র সভাপতিত্বে ও বাংলাদেশ মতুয়া মহা সংঘের উপজেলা সভাপতি মাস্টার প্রশান্ত কুমার হালদারের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের কার্যকরি সভাপতি ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মহা মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। বক্তব্য রাখেন বাংলাদেশ মতুয়া মহা সংঘের মহা সচিব সাগর সাধু ঠাকুর, সংগঠনের বানরিপাড়া সভাপতি প্রফুল্ল পাগল, প্রনব মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গীতাত্মানন্দজী মহারাজ, বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের শ্রীপাঠ গঙ্গাচন্নার সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল, কোদালিয়ার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরুচাঁদ আশ্রম অধ্যক্ষ মতুয়া ভরত চন্দ্র সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৩   ১৩৭ বার পঠিত