শেখ হাসিনা টাকা গিলে খান না, দেশের উন্নয়ন করেন: শাজাহান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা টাকা গিলে খান না, দেশের উন্নয়ন করেন: শাজাহান খান
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



শেখ হাসিনা টাকা গিলে খান না, দেশের উন্নয়ন করেন: শাজাহান খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা গিলে খান না,দেশের উন্নয়ন করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দেশের উন্নয়ন প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে করে যাচ্ছেন, এটা উন্নয়নের রোলমডেলই নয়, বলা চলে উন্নয়নের স্বর্ণমডেল। দ্রুততার সঙ্গে এত উন্নয়ন একটা দেশ করতে পারে, তার অনন্য উদাহরণ শেখ হাসিনা। তিনি টাকা গিলে খান না, বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না।’

আইএমএফ প্রতিবেদনে বলা হয়েছে, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভাল। বর্তমানে দেশের জিডিপি ৬ শতাংশ, যা ২০২৮ সালে ৭ শতাংশে উন্নীত হবে। ‘এটা তাদের ভবিষ্যদ্বাণী’, যোগ করেন শাজাহান খান।

বিএনপিকে নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। দলটি তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দেবে। নির্বাচনের দিন সন্ত্রাসী কার্যক্রম করবে। দেশের জনগণ এ ব্যাপারে অনেক সর্তক ও সচেতন। এরই মধ্যে পথ হারিয়েছে তারা। কাজেই বলব, নির্বাচনে আসুন; সব দলের অংশগ্রহণে বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।’

দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়স অনেক, এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দেবেন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে। সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে।’

বাংলাদেশ সময়: ১৩:২৬:০০   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেধা, সামর্থ্য ও যোগ্যতা দিয়ে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে - শিল্পমন্ত্রী
কোরবানির পশু আমদানির কোনো প্রয়োজন নাই - মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মায়ামির জয়ে আবার জোড়া গোল মেসির
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ফের ২ বাংলাদেশি নিহত
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
সৌদির অনমুতি ছাড়া হজ করা যাবে না
আল কোরআন ও আল হাদিস
আবার হোঁচট লিভারপুলের, জিততে পারেনি ম্যানইউও
জামালকে হারিয়ে সাত পয়েন্টে এগিয়ে গেল কিংস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ