পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো এখানে বসে কথা বলতে পারতাম না। গোলামের বংশ ছিলাম আমরা। পাঞ্জাবির গোলাম, মুঘলের গোলাম ছিলাম। আমাদেরকে গোলামি থেকে মুক্ত করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপের আয়োজনে বৃহত্তর গোবিন্দগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, কেউ কেউ অস্বীকার করেছে তখন, এখনো বিরোধিতা করে। আল্লাহ এদের চোখ, কান, নাক বন্ধ করে দিয়েছেন। এরা ভালো কাজ দেখে না। ৭১ সালে এরা রাজাকার ছিল। বাংলাদেশের বিরোধিতা করেছে। এখনো তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তাদের ভেতর জ্বলে। হাসিনা এতো বড়ো রেললাইন বানিয়ে ফেলল, আকাশে চলে গেছে, বড় সেতু বানিয়ে ফেলেছে, আমরা পারলাম না। তারা পারবে কীভাবে। তাদের মধ্যে ঈমান নেই, দেশের প্রতি মায়া নেই, মহব্বত নেই। শেখ হাসিনার মায়া আছে, মহব্বত আছে তাই পারছেন। এগুলো স্বীকার করেন আর দেশের পক্ষে থাকেন।
সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইলসহ অনেকগুলো প্রকল্প সুনামগঞ্জে হয়েছে। উড়াল সেতুও হবে। আগামীতে ছাতক গোবিন্দগঞ্জ হয়ে রেললাইন সুনামগঞ্জ যাবে। আমার ইচ্ছা যদি আগামীতে আবার নির্বাচিত হতে পারি সুনামগঞ্জে এয়ারপোর্টও হবে।
এ সময় আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নে অংশীদার হতে সবার সহযোগিতা কামনা করেন পরিকল্পনামন্ত্রী।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপের চেয়ারম্যান আইয়ুব কমর আলী।
খুরমা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার ওসি শাহ আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, শিক্ষক মুস্তাক আহমদ, ব্যাবসায়ী মুহিবুর রহমান, খালেদ্দুজামান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও বিশিষ্ট নাগরিক তৈইবুর রহমান, গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপের সহ-সভাপতি এস এম চয়ন, গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল গফফার, গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপের সদস্য সচিব জাহিদ হাসান ডালিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজমুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:২৬:২০ ১৩০ বার পঠিত