
ঢাকার কেরানীগঞ্জে ছয়তলা একটি ভবনে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভবনটির ছয় তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ৯টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ ও সদরঘাট নদী বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ১০:৪৪:৪৩ ১১৩ বার পঠিত