বিএনপি সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



বিএনপি সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চাইছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে আসতে পারবে না দেখে আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপি সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে ঢাকা-১২ নাগরিক কমিটি আয়োজিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপি সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চাইছে। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা নির্বাচনে আসতে পারবে না। তাই এগুলো করছে। আমাদের নিরাপত্তা বাহিনী ও জনগণ এগুলো প্রতিরোধ করছে।’

আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখেছেন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত কীভাবে অগ্নিসন্ত্রাস করেছে। খাগড়াছড়িতে একটা ট্রাক যাচ্ছিল, আমাদের যে কনভয় ছিল, সেখান থেকে ট্রাক ড্রাইভার কিছুটা পেছনে পড়ে গিয়েছিল। সেখানে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দেয়া হয়। সে সময় ট্রাকে থাকা দুজনের মধ্যে একজন নেমে যেতে পেরেছিলেন, আরেকজন তখন নামতে পারেননি। ফলে তার শরীরে পেট্রোল লেগে আগুনে পুড়ে যায়। সেখান থেকে বার্ন ইউনিটে আসার পর তিনি মারা যান।

মন্ত্রী বলেন, ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন ঠিক একই কায়দায় অগ্নিসন্ত্রাস করেছে বিএনপি-জামায়াত। তারা সে সময়েও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছে, এবার ঠিক সেরকমই তারা চাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ বিএনপি-জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে কারণে তারা নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে। নির্বাচনে জয়লাভ করতে পারবে না, বিষয়টি তারা নিশ্চিত হয়েছে। এ অগ্নিসন্ত্রাস যারা করে, তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলে তারা বুঝতে পেরেছে আর গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে পারবে না তারা। আমরা দেশের জনগণও কিন্তু বসে নেই, আপনারা দেখছেন যেখানেই এ ধরনের ঘটনা ঘটছে, সাধারণ মানুষ তাদেরকে ধরিয়ে দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরেফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, জায়েদ খান, প্রার্থনা ফারদিন দিঘী, মোহাম্মদ জিল্লুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক মোহাম্মদ আলমগীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৮   ১৭৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
ভোলাগঞ্জে পাথর লুট তদন্তে ৩ সদস্যের কমিটি, অনুসন্ধানে দুদক
ফতুল্লায় অভিযান: ১৭ টন পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
‘জুলাই যোদ্ধা’র স্ত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ডিসি
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা
গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ