‘হারানো মোবাইল সেট উদ্ধারে ও কিশোর অপরাধদমনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হারানো মোবাইল সেট উদ্ধারে ও কিশোর অপরাধদমনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা’
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩



‘হারানো মোবাইল সেট উদ্ধারে ও কিশোর অপরাধদমনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা’

কিশোর অপরাধদমন ও হারানো মোবাইল সেট উদ্ধারে তৎপরতা বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: আতিকুল ইসলামের সভাপতিত্বে আজ পুলিশ সদর দফতরের অনুষ্ঠিত অক্টোবর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত আইজিপি হারানো মোবাইল সেট উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল বিক্রির স্থানে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। তিনি মোবাইল সেট ছিনতাই/চুরি প্রতিরোধে টহল জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
তিনি সড়ক দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিশোর অপরাধ দমনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় অক্টোবর/২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫২   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
‘বৈষম্যের বিরুদ্ধে মানুষ জীবন দিলেও বৈষম্য এখনো বিদ্যমান’
বন্দরে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে রেল কর্ডলাইন নির্মাণের দাবি
ফতুল্লায় সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ মিছিল
মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদ ও লিজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বৈশ্বিক মানদণ্ড চালু
গণ-অভ্যুত্থান ঘিরে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেপ্তার ৫০৭৯ জন
নির্বাচনে বিজেপি ও ইসি ভোট চুরি করেছে: রাহুল গান্ধী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ