রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন পদত্যাগ করা সেই উপজেলা চেয়ারম্যান

প্রথম পাতা » গোপালগঞ্জ » প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন পদত্যাগ করা সেই উপজেলা চেয়ারম্যান
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩



প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন পদত্যাগ করা সেই উপজেলা চেয়ারম্যান

প্রার্থিতা ফিরে পেয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের এমপি প্রার্থী এবং মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া। আপিলের প্রেক্ষিতে রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পেয়ে কাবির মিয়া বলেন, আমি সংসদীয় আসন ২১৫ গোপালগঞ্জ-১ আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছিলাম। আমি উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এই ফরম কিনেছি। পরে আমার ফরম যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের মাধ্যমে জানতে পারি এক শতাংশ ভোটারের যে বাধ্যবাধকতা ছিল সেটি আমার নেই। একজন ভোটারের ক্রুটি তারা পেয়েছেন। পরে আমি যে ভোটারের ক্রুটির কথা উল্লেখ করা হয়েছে তার সঙ্গে আলোচনা করি। তখন এই ভদ্রলোক বললেন, আমার বাড়িতে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ এসেছিল। যাদের দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। পরে আমি অস্বীকার করেছি। এখন উনি আমার সঙ্গে এসেছেন এবং সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল।

তিনি বলেন, যার স্বাক্ষর নিয়ে সমস্যা হয়েছিল, তিনি হাজির হয়ে সাক্ষ্য দিলে আমি প্রার্থিতা ফিরে পাই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ের সময় কমিশন নির্ধারিত এক শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। কাবির মিয়া মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৯   ৫৪ বার পঠিত   #