তাসনিয়া ফারিণের ‘অসময়’ শুরু সন্ধ্যায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » তাসনিয়া ফারিণের ‘অসময়’ শুরু সন্ধ্যায়
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



তাসনিয়া ফারিণের ‘অসময়’ শুরু সন্ধ্যায়

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি বিদায়ী বছরে বেশ কিছু কাজ দিয়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। এবার নতুন বছরের শুরুতেই এ নির্মাতা দর্শকদের জন্য নিয়ে আসছেন তার ওয়েব ফিল্ম ‘অসময়’।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে এটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। তাকে ঘিরেই এগিয়েছে কাহিনি। রয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশও।

এর আগে গত ৯ জানুয়ারি ‘অসময়’ এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিণ। বাবা-মা-ভাইকে নিয়ে বেশ টানা পোড়েনের মাঝেই দিন কাটায়। এর মাঝে বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে একসময় জেলখানায় যেতে হয় তাকে। আর এ নিয়েই পরিবারে নেমে আসে কালো ছায়া। পাশাপাশি দেখানো হয়েছে উচ্চবিত্তদের জীবন যাত্রাও।

গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) সিনেমাটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয় রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে। এদিন চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের প্রায় অভিনয়শিল্পীই উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন তারা।

নির্মাতা কাজল আরেফিন অমি সময় সংবাদকে বলেন, আসলে আমাদের সমাজে এমন অনেকে আছেন যারা ওপরে অনেক সুন্দর জামাকাপড় পরে থাকে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তবে তাদের ভেতরটা কালো। তারা হয়ত ময়লাস্তূপে বসবাস করে নিজেকে ফিটফাট বোঝাতে চায়। আমাদের সমাজে এই ধরনের শোঅফ অনেক বেশি চলে। মূলত তারা ওপরে একরকম, ভেতরে আরেকরকম। আর এই ফিলোসফি থেকেই ‘অসময়’র পোস্টারটি তৈরি করা।

এর আগে ওয়েব ফিল্মটির পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, দেশের জনপ্রিয় একঝাঁক তারকা ডাস্টবিনের মধ্যে দাঁড়িয়ে ও বসে থাকতে। বিয়ের লেহেঙ্গা পরে তাসনিয়া ফারিণ ময়লাভর্তি এক কন্টেইনারের ঢাকনায় বসা। পাশে কাক-কুকুররা স্বভাবসুলভ ভঙ্গিতে হেঁটে-চলে বেড়াচ্ছে। পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্তসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:২৫   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ