বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শাখা খুলতে চায় রাশিয়া, নেবে ফার্মাসিউটিক্যালস-খাদ্য ও চামড়াজাত পণ্য

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শাখা খুলতে চায় রাশিয়া, নেবে ফার্মাসিউটিক্যালস-খাদ্য ও চামড়াজাত পণ্য
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪



বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শাখা খুলতে চায় রাশিয়া, নেবে ফার্মাসিউটিক্যালস-খাদ্য ও চামড়াজাত পণ্য

ফার্মাসিউটিক্যালস ও খাদ্যপণ্যসহ নানান পণ্য আমদানির মাধ্যমে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে নিজেদের বিশ্ববিদ্যালয়ের একটি শাখা স্থাপন করতে চায় রাশিয়া। ঢাকার নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সঙ্গে বৈঠককালে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। সময়ের ব্যবধানে এই সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। উভয় দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাশিয়া সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

রাশিয়া বাংলাদেশ থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে উল্লেখ করে এই ব্যবধান কমানোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য রাশিয়াতে আমদানির আহ্বান জানান প্রতিমন্ত্রী। জবাবে রুশ রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিকস, খাদ্যপণ্য ইত্যাদি আমদানি করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উভয় দেশের মধ্যে কৌশলগত বাণিজ্যিক দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য রাশিয়াতে বাংলাদেশি পণ্যের বিশেষ করে হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজন করতে বলেন প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূত মস্কোতে প্রদর্শনী আয়োজনে সবধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও বৈঠকে আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ ও রাশিয়ার আমদানি-রপ্তানিতে সরাসরি বিনিময় ব্যবস্থা চালুকরণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ জানান। এসময় রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপনের আগ্রহ প্রকাশ করলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এর আগে আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফুল দিয়ে অভিনন্দন জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৩২   ৬৫ বার পঠিত