শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে বেরিয়ে এলো সত্যতা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে বেরিয়ে এলো সত্যতা!
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে বেরিয়ে এলো সত্যতা!

বলিউড অন্দরের বেশিরভাগ অংশজুড়েই রয়েছেন শাহরুখ খান। ক্যারিয়ার আর পরিবার সবকিছুতেই সফল তিনি। তবে মিডিয়া জগতে বারবার প্রেমে পড়া অবাক করা কিছু নয়। কিন্তু পছন্দের মানুষ যদি এমনটা করেন তাহলে ভক্তদেরও মন খারাপ হয়ে যায়। একটা সময় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি নিয়ে ছিল সর্বাধিক চর্চা। এবার সত্যতা বেরিয়ে এলো।

শত বিতর্ক থাকলেও এসব এড়িয়ে চলেন শাহরুখ। কখনও কানে আসা কথা নিয়ে জবাব দেন না। সময় ছুড়ে দেন নেটিজেনদের যেন সময়-ই বাদশার হয়ে কথা বলবেন।

যখনই জনপ্রিয় দুই তারকা শাহরুখ-প্রিয়াঙ্কা পর্দা ভাগ করে নেন তখন থেকে কথা ভেসে বেড়ায় তাদের সম্পর্ক নিয়ে। শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান অভিনেতা।

তাছাড়া কেউ কেউ বলেন, শাহরুখ খান নাকি সমকামী সম্পর্কেও ছিলেন। তার সঙ্গী হিসেবে নাম শোনা যায়, পরিচালক করণ জোহর থেকে শুরু করে প্রযোজক বিবেক ভাসওয়ানির কথা।

এসব গুঞ্জন নিয়ে কথা বলেছেন ‘জোশ’ সিনেমার প্রযোজক বিবেক ভাসওয়ানি। তিনি বলেন, শাহরুখ খান তখন বিবাহিত। প্রিয়াঙ্কা চোপড়া প্রেম করেন শাহিদ কাপুরের সঙ্গে। যদিও পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন বিপুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল।

শোনা যায়, আস্তে আস্তে সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। তাই স্ত্রী গৌরীর সঙ্গেও সেসময় ভুল বোঝাবুঝির গুঞ্জন ছড়ায় বলিউডে। তবে এসব নিয়ে মুখ খোলেননি শাহরুখ। বিষয়টি নিয়ে প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেন, ‘এসব পুরোটাই গুজব, শাহরুখ ‘ওয়ান ওম্যান ম্যান’। জীবনে গৌরী ছাড়া আর কাউকেই ভালোবাসেনি।’

বিবেক নায়কের সমকামী সম্পর্কের কথাও বলেন এটি সত্য নয়। তিনি বলেন, বহুবছর আগে ‘শাহরুখ আর আমি একই বাড়িতে থাকতাম। সেই সময় আমার পরিবার নিয়ে ঝামেলায় ছিলাম। গৌরীর সঙ্গে বিয়ের কথা ভাবছে শাহরুখ। সেসময় অনেক রকম বানোয়াট কথা মানুষ বানিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৪   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটুয়াখালীতে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ
মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ
জামালপুরে ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ
দুর্গাপূজা উপলক্ষে সরিষাবাড়ীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
ইসি সচিবালয় ও নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশের খসড়া অনুমোদন
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার
নির্বাচন ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে: খসরু
গাজায় ইসরাইলের তীব্র হামলার মধ্যে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়ালো
পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম
নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ