হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা

ঢাকাই সিনেমার সফল তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। পর্দায় এই দুই তারকা কখনও আলাদা জুটি বেঁধে অভিনয় করেননি। এ তারকা দম্পতিকে অনেকেই আইডিয়াল কাপল হিসেবে মানে।

তবে এ তারকা জুটি নিজেদের কথা কিংবা কাজ নিয়ে ব্যাপক ট্রলের শিকার হন। আর সামাজিক যোগাযোগাগমাধ্যমে ট্রল কিংবা ব্যঙ্গ করা বর্তমানে খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তবে সমালোচনাগুলো যেমন ইতিবাচক, তেমনি নেতিবাচকও। অতীতের এমন বহু ঘটনা সেই দিকগুলোরই ইঙ্গিত দেয়।

এদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা এমনই কিছু কথা পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পোস্টটি করেছেন।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উম্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন, এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবর ও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়, যা কাম্য নয়।’

তিনি আরও লেখেন,

এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলো গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সব চেয়ে জরুরি হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।

অনন্ত জলিল ও বর্ষা দম্পতির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’। এটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

এ তারকা দম্পতির ঘরে আছে দুই সন্তান। ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম আবরার ইবনে জলিলের।

বাংলাদেশ সময়: ১৫:১৭:২৮   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে মহানগর বিএনপির ব্যাপক প্রস্তুতি
আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না : রিজভী
বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ও দুস্থদের মাঝে চেক বিতরণ
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
দুর্ভোগের আরেক নাম জরাজীর্ণ বালিজুড়ী-ভাটারা সড়ক
সাংস্কৃতিক জোটের নতুন সাধারণ সম্পাদক দীনাকে আনোয়ার হোসেনের অভিনন্দন
নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার লাভবান হবে: জাহিদ হোসেন
গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২
সিদ্ধান্ত গ্রহণে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’র উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ