জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। রবিবার (১৭ মার্চ) সকালে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এছাড়া পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বাংলাদেশ সময়: ২৩:০৫:৪১ ১০৫ বার পঠিত