ছাত্র আন্দোলনে দুই শহীদের পরিবারকে জামালপুরে সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্র আন্দোলনে দুই শহীদের পরিবারকে জামালপুরে সহায়তা
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪



ছাত্র আন্দোলনে দুই শহীদের পরিবারকে জামালপুরে সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর সদর উপজেলার বাসিন্দা সাফোরান আক্তার সদ্য (১৪) ও ফারুক মিয়া (৪০) পুলিশের গুলিতে নিহত হয়। এ খবর জানতে পেরে সোমবার (১৯ আগস্ট) নিহতদের পরিবারকে আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়েছে জামালপুর সদর উপজেলা প্রশাসন।

গত ২১ জুলাই সাভারে মুরগির দোকানের কর্মচারী ফারুক মিয়া (৪০) কর্মরত অবস্থায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়। স্থানীয় হাসপতালে তাকে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। উপার্জনের একমাত্র ব্যক্তি গৃহহীন দরিদ্র ফারুক মিয়ার মৃত্যুতে স্ত্রীসহ দুই সন্তান চরম দূরাবস্থার শিকার হয়। মানবেতর জীবনযাপন করতে থাকে মৃত ফারুকের পরিবার।

খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী নিহতের স্ত্রী সন্ধ্যা বেগম ও সন্তানদের ডেকে আনেন। তাদের হাতে ২০ হাজার টাকা নগদ, তিন বান্ডেল ঢেউটিন, শুকনা খাবার এবং ঘর মেরামতের জন্য ৯ হাজার নগদ টাকা তুলে দেন। এসময় জামালপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, শরিফপুর ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম আকন্দ উপস্থিত ছিলেন।

নিহত ফারুক মিয়া জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেঙ্গারগড় গ্রামের বাসিন্দা মৃত হায়দর আলীর ছেলে।

অপরদিকে গত ৫ আগস্ট জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামানের ছেলে সাফোরান আক্তার সদ্য পুলিশের গুলিতে নিহত হয়। সদ্য সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় আন্দোলনকারী ছিলেন বলে জানা যায়। জামালপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্র জানায়। নিহত সদ্যের পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানা যায়।

অন্যদিকে জামালপুর পৌরসভাধীন রশিদপুর গ্রামের বাসিন্দা বিজয় চন্দ্র দামের বাড়ি ৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান বিজয় চন্দ্র দামের হাতে তিন বান্ডেল টিন, ৯ হাজার টাকা ও শুকনা খাবার তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী জানান, নিহত দুই পরিবারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে উপজেলা প্রশাসন সাধ্যমতো সহায়তা নিয়ে পাশে থাকবে। নিহত ফারুক মিয়ার পরিবারকে খাস জমি বন্দোবস্তসহ বাড়ি নির্মাণ করে দেয়ারও আশ্বাস দেন। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০:২১:৩২   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসি যথাসময়ে নির্বাচনের তফশিল ঘোষণা করবে, আশা ডা. জাহিদের
ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে: আমীর খসরু
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
ইতিহাসের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হবে এবারের সংসদ নির্বাচন : ইসি আনোয়ারুল
গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল
নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা : সিইসি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
প্রেক্ষাগৃহে কেমন সাড়া ফেলছে ‘পরম সুন্দরী’?
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যা হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার সবার সন্ধান চায় জামায়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ