নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি মাসুদুজ্জামান
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) নতুন সভাপতি হয়েছেন মডেল গ্রুপের এমডি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান। গতকাল বুধবার দুুপুরে চেম্বারের বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিতে মাসুদুজ্জামানকে নতুন সভাপতির দায়িত্ব দেয়া হয়। মাসুদুজ্জামান একজন বিশিষ্ট ব্যবসায়ী, সিআইপি, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেনস ব্যাংক পিএলসির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের জরুরি সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম এবং নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক মো: সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান, মহসিন রব্বানী, তারেক সালাউদ্দিন, মোহাম্মদ আবু জাফর, মো: সেলিম হোসেন, সোহেল আক্তার, আশিকুর রহমান, মো: জাকারিয়া ওয়াহিদসহ এনসিসিআইর অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

দায়িত্ব গ্রহণ করে এনসিসিআইর নতুন সভাপতি মাসুদুজ্জামান বলেন, আমাদের নারায়ণগঞ্জে সব স্তরের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, সেই জন্য আমরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করব। সব শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে আমরা কাজ করব। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা এই দেশপ্রেমিকদের নিয়ে আমাদের সব কার্যক্রম করব।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় ব্যবসায়ীদের অনুরোধে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম কাজই থাকবে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা। কেননা ব্যবসায়ীরা ব্যবসা করবে সেই পরিবেশটা বজায় রাখা জরুরি। আমি সবাইকে ধন্যবাদ জানাই; তারা আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা চাই। আমরা আমাদের শিল্পকলকারখানায় উৎপাদন অব্যাহত রাখব।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০২   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে : তথ্য সচিব
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও
তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
‘খালেদা জিয়ার প্রতি আঞ্চলিক নেতাদের শ্রদ্ধা প্রমাণ করে সার্কের চেতনা এখনো বিদ্যমান’
বেগম খালেদা জিয়ার স্মরনে রেলপথ মন্ত্রণালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেসসচিব
নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী
আনসার-ভিডিপির উদ্যোগে সরিষাবাড়ীতে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ