ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ সব বিষয়।

ঘটনাবলি:

১১৮০ - ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।

১৪৩৭ - ট্রান্সসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।

১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।

১৬৩৫ - সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৩০ - ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।

১৮১০ - স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলি স্বাধীনতা ঘোষণা করে।

১৮১৮ -স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে চিলি।

১৮৫১ - ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।

১৯০৬ - টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৯ - নারীদের ভোটাধিকার দেয় নেদারল্যান্ডস।

১৯২৩ - ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেয়া হয়।

১৯২৪ - হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য অনশন শুরু করেন মহাত্মা গান্ধী।

১৯৩১ - চীনের উত্তর পূর্বাঞ্চলিয় ভূখণ্ড মাঞ্চুরিয়া দখল করে নেয় জাপানের সেনাবাহিনী।

১৯৩৪ - রাশিয়া লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয় সোভিয়েত।

১৯৩৪ - মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক করা হয়।

১৯৬১ - সুইডিস রাজনীতিবিদ ও জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৮২ - পশ্চিম বৈরুতের ছাটিলা ও সাবগার ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরে গণহত্যা চালায় ইসরায়েল।

১৯৮৯ - বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।

২০০৭ - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

জন্ম

১৮৬৭ - চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।

১৮৬৯ - বিজ্ঞান লেখক জগদানন্দ রায়।

১৯০৫ - অভিনেত্রী গ্রেটা গার্বো।

১৯৫৪ - মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার।

১৯৭০ - ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ।

মৃত্যু

১১৮০ - ফ্রান্সের রাজা সপ্তম লুই।

১৭৮৩ - গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।

১৮৯৯ - বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু।

১৯৫৬ - প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫:১৩:১০   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ