ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাশাপাশি টিকেট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়।

জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ী বলেন, ‘নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামে যাবো। কাঁচপুর সেতু পার হতে দেড় ঘণ্টা সময় লেগেছে। চট্টগ্রাম পৌঁছাতে কতক্ষণ লাগবে এ নিয়ে শঙ্কায় আছি।’

রফিকুল নামে আরেক যাত্রী বলেন, ‘টানা চারদিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে কুমিল্লায় গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটের কারণে পথেই ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকতে হচ্ছে।’

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক সময় সংবাদকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজার কারণে টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। এ ছাড়া মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না।’

ওসি আরও বলেন, ‘থেমে থেমে যাচ্ছে গাড়ি। ফলে ভোর থেকে যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। এখন অনেকটা কমেছে। যানবাহন কোথাও থেমে নেই। ধীরগতিতে চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’

বাংলাদেশ সময়: ১২:৩২:৫৪   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্য
ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
‘মেয়ে ভেবে মাকে’ তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ!
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই: বিএনপি
ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টির চেষ্টার অভিযোগ সালাহউদ্দিনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ