আসছে শাহরুখ খানের ‘বাজিগর’-এর পার্ট ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসছে শাহরুখ খানের ‘বাজিগর’-এর পার্ট ২
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪



আসছে শাহরুখ খানের ‘বাজিগর’-এর পার্ট ২

বলিউড জগতে সাফল্যের পালক এনে দেয় ‘বাজিগর’ সিনেমা। এই সিনেমার পর পরিচালক কিংবা প্রযোজক বুঝে গিয়েছিলেন নতুন এক নক্ষত্রের আগমন ঘটেছে বলি মিডিয়ায়। এরপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন কিংখ্যাত শাহরুখ খান। শোনা যাচ্ছে ‘বাজিগর’-এর নতুন কিস্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে বলিউডের অন্দরে।

আব্বাস-মাস্তান পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘বাজিগর’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৩ সালে। ছবিটি মুক্তির পর সুপারহিটের তকমা পেয়ে যায়।

এই সিনেমার সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ-কাজলের মতো ‘সুপারহিট’ জুটি। যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট।

বলা যায়, ‘বাজিগর’-এ অভিনয়ের পরেই শাহরুখের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়।

যেই সিনেমার হাত ধরে কিং খানের উত্থান, এবার জানা গেল সেই ছবি সিক্যুায়াল তৈরি হচ্ছে। আসছে ‘বাজিগর ২’। ঘোষণা দিয়েছেন ‘বাজিগর’-এর প্রযোজক রতন জৈন।

সম্প্রতি রতন জৈন ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক ধাপে আলোচনা হয়েছে তার। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন।

ছবিটি যে হবেই, সে কথা জোর গলায় জানিয়েছেন রতন। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকি বিষয়টি শাহরুখের ওপরে নির্ভর করছে বলেই জানিয়েছেন তিনি।

রতন আরও জানান, এই মুহূর্তে জোরকদমে এগোচ্ছে ‘বাজিগর ২’-এর চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্যে নানারকম সম্ভাবনার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে ‘বাজিগর’-এর মান যাতে রাখতে পারে এই ছবি, সেই চেষ্টা তারা পুরোদমে চালাচ্ছেন।

তবে নায়িকার বিষয়টি এখনই স্পষ্ট করলেন না তিনি।

চলতি বছর বড় পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে ‘বাদশা’র আগামী ছবি ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৩৫   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ১২ আনসার সদস্য আহত
‘পথ ভুলে’ বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্য
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, শঙ্কা কাটেনি : রিজভী
প্রথম আলো–ডেইলি স্টারে আগুন দেওয়াদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা
মব সন্ত্রাসের ইন্ধনদাতাদের প্রতিহত করবে ছাত্রদল: রাকিব
তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
গণমাধ্যমে হামলার দৃশ্য সারা বিশ্ব দেখেছে, এটা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন
রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ