২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



২৪৫ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৪৫ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে এই সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে কাফকো থেকে ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৫.৬২৫ মার্কিন ডলার।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ১০ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমতি দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৪ কোটি ৮৩ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৪৬.৭৫ মার্কিন ডলার।

এছাড়া বৈঠকে গম, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার অত্যাবশকীয় পণ্যের প্রতি বেশি নজর দিচ্ছে। তাই এসব পণ্য আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে তিনি বলেন, পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৫   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্য গণভোট - ফারুক ই আজম
ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক
কতটা কাজ করেছি, তা এলাকার মানুষই সাক্ষী: কালাম
বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে: আসিফ নজরুল
শেষ ওভারের রোমাঞ্চকর জয়ে শীর্ষে ফিরল রাজশাহী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ