বিজয়ের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় : নজরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজয়ের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় : নজরুল ইসলাম
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



বিজয়ের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় : নজরুল ইসলাম

২৪ এর বিজয়ের আকাঙ্ক্ষা যাতে ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কেননা গণতন্ত্র না থাকায় বঞ্চিত ছিলাম। এবারও যে বিজয় অর্জন করা হয়েছে, সেটির আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ‘রক্ত স্নাত বিজয়’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে আমরা ধারণ করি হৃদয়ে। কিন্তু আমাদের বিজয় তো একটি নয়। আমাদের বিজয় তো ৫২ সালের ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৯০ এর স্বৈরাচার পতনের বিজয়। প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিতে হয়েছে। একইভাবে গত জুলাই-আগস্টে হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটাকে ধরে রাখতে পারিনি। ৭১ এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে সচেতনভাবে চিন্তা করতে হবে। আজকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলো কোনো সহায়তা পান না। এটা খুবই লজ্জার বিষয়। কী অবস্থায় আছে তারা, খোঁজ কে রাখে? বিজয়ের তাৎপর্য অনুধাবন করতে হলে বিজয়ে যার যে অবদান তার স্বীকৃতি দিতে হবে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীরুল হাসান তমাল প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- বিখ্যাত শিল্পী কনক চাঁপা ও ব্যান্ড তারকা হাসান।

বাংলাদেশ সময়: ২১:৫৫:০৮   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্র পরিদর্শন করছে পুলিশ
জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি: জামায়াত আমির
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের : বিদায়ী সভাপতি
জনগণকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে : ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ