রূপগঞ্জের মাটিতে অপরাধ করতে দেওয়া হবে না: দিপু ভুঁইয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জের মাটিতে অপরাধ করতে দেওয়া হবে না: দিপু ভুঁইয়া
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



রূপগঞ্জের মাটিতে অপরাধ করতে দেওয়া হবে না: দিপু ভুঁইয়া

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, “জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা করেছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তবে আল্লাহর রহমতে তা সম্ভব হয়নি। ভবিষ্যতে তারেক রহমান দেশ পরিচালনা করবেন এবং খালেদা জিয়াও সুস্থ হয়ে দেশে ফিরবেন। শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না।”

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জের আমলাব এলাকায় এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্ব সভায় সঞ্চালনা করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন।

বক্তারা ছিলেন: রূপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির রজব আলী ফকির, রেজাউল করিম, গোলাম মোস্তফা, শাহীন মিয়া, আলমগীর হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া ও সাধারণ সম্পাদক ওমর হোসেন, তারাব পৌর বিএনপির নেতা মনির হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আল আমিন, মুকবুল, অলি ইসলাম, নাহিদ, রতন, আফাজউদ্দিন, ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গোলাকান্দাইল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ২,০০০ অসহায় মহিলার হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও অন্যান্য অতিথিরা।

মুস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, “রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা কোনো দলের কর্মী হতে পারে না। তাদের রূপগঞ্জের মাটিতে অপরাধ করতে দেওয়া হবে না।”

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৯   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ