জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপিল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপিল গ্রেপ্তার
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপিল গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর আতাউর রহমান বিপুল হত্যা মামলার পলাতক প্রধান আসামি আপেলকে গেপ্তার করেছে ডিবি পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার মাধবপুর উপজেলার হরিপুর এলাকা থেকে পলাতক প্রধান আসামি আসাদুজ্জামান আপেল কে ডিবি পুলিশ গ্রেফতার করে।

তিনি আরো জানান, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় নিহত বিপুলের পিতা মোঃ আনোয়ার হোসেন কালু ও তার চাচাতো ভাই মৃত তোতা মিয়ার ছেলে আপেলের সাথে বসতবাড়ী জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

আর এই বিরোধের জের ধরেই গত ১৭ই জানুয়ারি শুক্রবার সকালে সীমানার গাছ কাটা কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর আসাদুজ্জামান আপেল তার স্বজনদের সাথে নিয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিপুলের বাড়িতে গিয়ে হামলা করে। এসময় প্রকাশ্যে কুপিয়ে বিপুলের ডান পা ও হাত দ্বিখন্ডিত করেন। এই দেখে বিপুলের স্ত্রী মুক্ত বেগম ও তার মা আসমা বেগম ফিরাতে গেলে তাদের কেউ কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল কে মৃত ঘোষণা করে এবং তার স্ত্রী ও মা কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালের রেফার্ড করেন।

পরে এঘটনায় (১৭ জানুয়ারি) রাতে নিহতের বড় ভাই আল-আমিন বাদি হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ ও ডিবি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আপেলসহ ৭ জনকে গেপ্তার করে। এছাড়াও বাকিদের গেপ্তার চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ সুপার জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:০১   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাঙামাটিতে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিলেন জুঁই চাকমা
পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো ইসি
দীপু-হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেসসচিব
তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে চট্টগ্রামের লক্ষাধিক নেতাকর্মী
কল অব ডিউটি’র স্রষ্টা ভিন্স জাম্পেলা আর নেই
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ, যথাসময়ে ভোট চায় এনসিপি
অস্কারের শর্টলিস্টে থাকা ‘হোমবাউন্ড’-এ গল্প চুরির অভিযোগ
নীতিগতভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতকে প্রাধান্য দেওয়া হয়নি - ড. ইফতেখারুজ্জামান
নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ