জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপিল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপিল গ্রেপ্তার
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামি আপিল গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর আতাউর রহমান বিপুল হত্যা মামলার পলাতক প্রধান আসামি আপেলকে গেপ্তার করেছে ডিবি পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার মাধবপুর উপজেলার হরিপুর এলাকা থেকে পলাতক প্রধান আসামি আসাদুজ্জামান আপেল কে ডিবি পুলিশ গ্রেফতার করে।

তিনি আরো জানান, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় নিহত বিপুলের পিতা মোঃ আনোয়ার হোসেন কালু ও তার চাচাতো ভাই মৃত তোতা মিয়ার ছেলে আপেলের সাথে বসতবাড়ী জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

আর এই বিরোধের জের ধরেই গত ১৭ই জানুয়ারি শুক্রবার সকালে সীমানার গাছ কাটা কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর আসাদুজ্জামান আপেল তার স্বজনদের সাথে নিয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিপুলের বাড়িতে গিয়ে হামলা করে। এসময় প্রকাশ্যে কুপিয়ে বিপুলের ডান পা ও হাত দ্বিখন্ডিত করেন। এই দেখে বিপুলের স্ত্রী মুক্ত বেগম ও তার মা আসমা বেগম ফিরাতে গেলে তাদের কেউ কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল কে মৃত ঘোষণা করে এবং তার স্ত্রী ও মা কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালের রেফার্ড করেন।

পরে এঘটনায় (১৭ জানুয়ারি) রাতে নিহতের বড় ভাই আল-আমিন বাদি হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ ও ডিবি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আপেলসহ ৭ জনকে গেপ্তার করে। এছাড়াও বাকিদের গেপ্তার চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ সুপার জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:০১   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদর ইউএনও জাফর সাদিক বদলী, নতুন ইউএনও’র যোগদান
ডিএনডি জলাবদ্ধতা নিরসনে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান
বাহাত্তরের সংবিধান আরেক দেশ থেকে পাস হয়ে এসেছে : সারজিস আলম
আগে দেশে বসে ষড়যন্ত্র হতো, এখন হয় দিল্লিতে : তারিকুল ইসলাম
ছাত্রদলের সমাবেশ শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান
এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা
প্রস্তাব-সুপারিশ বিষয়ে পর্যায়ক্রমে সবার সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন
নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন, আমাদের পথ দেখাবেন : মির্জা ফখরুল
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে কাজে লাগাতে হবে: তথ্য সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ