শুক্রবার, ২ মে ২০২৫

সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ
শুক্রবার, ২ মে ২০২৫



সাতক্ষীরায় সীমান্ত থেকে শাড়ি, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ

জেলায় আজ বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, ইমিটেশন গহনা, ওষুধ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিকদল লক্ষীদাড়ি সীমান্ত থেকে ভারতীয় ওষুধ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল ভাড়ুখালী সীমান্ত হতে ২০০ পিস ভারতীয় সিলডেনাফিল (নেশাজাতীয়) ট্যাবলেট, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কামারবাড়ি সীমান্ত থেকে ভারতীয় শাড়ি এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেন।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত থেকে ভারতীয় ইমিটেশন গহনা, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালী সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান মাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি, সুলতানপুর বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল তালসারী নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাদপুর সীমান্ত থেকে ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক সর্বমোট বাজার মূল্য আটলাখ ৫১ হাজার ৮৩০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা বিভিন্ন মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৪   ১৯ বার পঠিত