বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

আদালত প্রাঙ্গণে গিয়াসউদ্দিন ‘দেরি হলেও শাস্তি হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালত প্রাঙ্গণে গিয়াসউদ্দিন ‘দেরি হলেও শাস্তি হবে’
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



আদালত প্রাঙ্গণে গিয়াসউদ্দিন ‘দেরি হলেও শাস্তি হবে’

“অপকর্মকারীদের রেহাই নেই, দেরি হলেও শাস্তি হবে,” নারায়ণগঞ্জে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে হজ পালনে যাওয়ার আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে সাক্ষাৎকালে তিনি এই কড়া বার্তা দেন।

গিয়াসউদ্দিন বলেন, “তারেক রহমান কাউকে ছাড় দেবেন না। বহু দূরে থেকেও তিনি দলের ওপর নজর রাখছেন। তার নির্দেশনা মোতাবেক দল পরিচালনা করাই আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “যাদের নেতা বানানো হচ্ছে, তাদের দলের প্রতি, তারেক রহমানের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। দোষী ব্যক্তিদের পদ দিলে দল ও জিয়া পরিবারের দুর্নাম হয়।”

তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, “দলের প্রতি ভালোবাসা আছে বলেই আপনারা আজকের অবস্থানে। কিন্তু কেউ যদি ভুলে যান, দলের জন্য কঠোর হতে হবে, কাছের লোককেও শাস্তি দিতে হবে। আমরা শুধু প্রকৃত ঘটনা তুলে ধরতে পারি, ব্যবস্থা নিতে পারি না। কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে যখন সমাধান পাই না, তখন হতাশ হই।”

গিয়াসউদ্দিন আরও বলেন, “আমরা অপরাধ করলে আমাদেরও ছাড়বেন না। এ দলটির প্রতি মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা। জনগণের পছন্দমতোই দল পরিচালনা করতে হবে। নেতৃত্ব দেওয়ার সময় ভালো-মন্দ পরীক্ষা করে যোগ্যদের হাতে দায়িত্ব দিন। ফতুল্লা থানা বিএনপি উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, তাই তাদের ধন্যবাদ।”

তিনি বলেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন, মানুষ অধীর আগ্রহে সেই অপেক্ষায়। তারেক রহমান একা দেশের কল্যাণ করতে পারবেন না, তার পাশে সৎ ও ন্যায়বানদের প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৩   ১৩ বার পঠিত