বুধবার, ২১ মে ২০২৫

ডিসি-এসপিদের রেখে ভোটকেন্দ্র স্থাপনের কমিটি বাতিল: ইসি সানাউল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিসি-এসপিদের রেখে ভোটকেন্দ্র স্থাপনের কমিটি বাতিল: ইসি সানাউল্লাহ
বুধবার, ২১ মে ২০২৫



ডিসি-এসপিদের রেখে ভোটকেন্দ্র স্থাপনের কমিটি বাতিল: ইসি সানাউল্লাহ

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসি-এসপিদের রেখে যে কমিটি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (২১ মে) নির্বাচন কমিশন ভবনে নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ২০২৪-এর নির্বাচনের আগে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসি-এসপিদের রেখে যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি বাতিল করা হয়েছে। এটি ইসির অধীন এনে খসড়া নীতিমালার সংশোধনী নীতিগতভাবে অনুমোদন করেছে ইসি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি রাজনৈতিক মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে ইসি কোনো মন্তব্য করবে না। ইসি নিরপেক্ষভাবে কাজ করছে।

মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কি না, তা সরকারের সিদ্ধান্ত; ইসির নয়।

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়াও নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০৮:০১   ৭ বার পঠিত