রবিবার, ২৫ মে ২০২৫

কবি নজরুলের শৈল্পিক শক্তির গান নিয়েই গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কবি নজরুলের শৈল্পিক শক্তির গান নিয়েই গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা
রবিবার, ২৫ মে ২০২৫



কবি নজরুলের শৈল্পিক শক্তির গান নিয়েই গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে: সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈল্পিক শক্তির গান নিয়েই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিচিতি হয়েছে।

তিনি আজ জেলায় তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সাংবাদিকদের মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং তার রচিতগ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত জুলাইয়ের আন্দোলনে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ৫ আগস্ট এর পরে আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং বাংলাদেশের দেয়াল লেখনিতে দেখবেন নজরুলের কবিতা গান কীভাবে ব্যবহৃত হয়েছিল।

তিনি বলেন, কাজী নজরুল ইসলামের যে শৈল্পিক শক্তির গান কবিতা, তা ১০০ বছর পরেও বাংলাদেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে। তাই বলা যায় শিল্পের শক্তি নজরুলের শক্তি।

জাতীয় কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি। কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।

আলোচনা সভার অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ চেতনায় নজরুল ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা সমূহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে নজরুল সংগীত ও গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ চারজনকে জাতীয় নজরুল পদক প্রদান করা হয়। নজরুল পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত গুণীজন হলেন-নজরুল গবেষণায় অবদানের জন্য ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার নজরুল গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক প্রফেসর ইরশাদ আহমেদ শাহীন, নজরুল-সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক রুমী আজনবী।

নজরুল পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত গুণীজন হলেন নজরুল-গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য আবদুল হাই শিকদার। তিনি নজরুল-গবেষক ও দৈনিক যুগান্তর সম্পাদক। নজরুলের কবিতা আবৃত্তিতে অনন্যসাধারণ অবদানের জন্য নাসিম আহমেদ। তিনি আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।

‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় এবার বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপন হচ্ছে। বিশিষ্টজনদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিন দিন স্মরণ করা হবে বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলকে।

বাংলাদেশ সময়: ২১:২৫:৪০   ১২ বার পঠিত