ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ২৮ মে ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ২৮ মে ২০২৫। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু।

১৭৫৭ - মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা করে ব্রিটিশ।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮০৪ - নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন।

১৮৭১ - প্যারি কমিউনের পতন ঘটে।

১৯১৮ - আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৯ - ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়।

১৯৩৭ - প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট একটি সুইচ টিপে ক্যালিফোর্নিয়া সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে।

১৯৫২ - গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়।

১৯৬৪ - নয়া দিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পণ্ডিত জওহারলাল নেহেরুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও গঠিত হয়।

১৯৮৭ - ম্যাথু রাস্ট নামে ১৯ বছর বয়সি এক অ্যামেচার বিমান চালক ক্রেমলিনের রেড স্কোয়ারে ছোট একটি সেসনা বিমান অবতরণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।

১৯৯১ - ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বিদ্রোহীদের ট্যাংকবহর প্রবেশ করতে থাকে এবং দেশটিতে ১৭ বছরের মার্ক্সবাদী শাসনের অবসান ঘটে।

১৯৯৫ - রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভূমিকম্পে দুই হাজার লোকের প্রাণহানি হয়।

১৯৯৬ - ভারতে বাজপেয়ী সরকারের পতন। দেবগৌড়া প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৮ - পাকিস্তান ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে।

২০১০ - ভারতের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে প্রায় ১৪১ জনের মৃত্যু হয়।

জন্ম

১৫২৪ - দ্বিতীয় সেলিম, অটোমান সুলতান।

১৭৭৯ - আইরিশ কবি টমাস মুর।

১৮৮৩ - বিনায়ক দামোদর সাভারকর, বিপ্লবী ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী।

১৮৮৮ - জিম থর্প, মার্কিন অ্যাথলেট।

১৯০৭ - বিপ্লবী, গণসংগীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন।

১৯০৮ - ইয়ান ফ্লেমিং, বিখ্যাত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌ-গোয়েন্দা। তিনি ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্র নিমার্ণের জন্য বিখ্যাত।

১৯১১ - বব ক্রিস্প, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯১২ - প্যাট্রিক ভিক্টর হোয়াইট, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ার ঔপন্যাসিক।

১৯১৫ - জোসেফ গ্রিনবার্গ, প্রভাবশালী ও বিতর্কিত মার্কিন ভাষাবিজ্ঞানী ও আফ্রিকান নৃতত্ত্ববিদ।

১৯২৩ - এন টি রামা রাও, ভারতের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী।

১৯২৫ - বুলেন্ত এজেভিত, তুর্কি রাজনীতিবিদ, কবি, লেখক, পণ্ডিত, সাংবাদিক এবং ১৬তম প্রধানমন্ত্রী।

১৯৩০ - ফ্রাঙ্ক ড্রেক, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

১৯৩১ - ক্যারল বেকার, মার্কিন অভিনেত্রী।

১৯৪২ - স্টানলি বি প্রুসিনার, মার্কিন নিউরোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ।

১৯৪৬ - কে. সচ্চিদানন্দন, ভারতীয় কবি এবং সমালোচক।

আরও পড়ুন: বীজজাতীয় খাবার: কিডনি রোগীদের জন্য কতটা উপযোগী বা ঝুঁকিপূর্ণ?

মৃত্যু

১৯৩৭ - অস্ট্রীয় মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার।

১৯৪২ - রমাপ্রসাদ চন্দ, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ।

১৯৭৬ - জয়নুল আবেদিন, বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী।

১৯৯৪ - সাহিত্যিক ও রাজনীতিক আসহাব উদ্দীন।

বাংলাদেশ সময়: ১১:৫৪:১৩   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের
গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার দাবি ইসরাইলের
আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
নির্বাচনের আয়োজনকে ভন্ডুলের চেষ্টা করছে পতিত শক্তি: প্রধান উপদেষ্টা
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
চেয়ার ঠিক রাখার জন্য দুই হাজার মানুষকে হত্যা করা হলো: মামুন মাহমুদ
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা
বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার অদম্য পথযাত্রার সূচনা করেছে জুলাই অভ্যুত্থান : শেখ বশিরউদ্দীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ