জামালপুরে পরকীয়ায় যুবক আটক, উত্তাল গ্রাম: বাড়িঘর ভাঙচুর ও আহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পরকীয়ায় যুবক আটক, উত্তাল গ্রাম: বাড়িঘর ভাঙচুর ও আহত ১
সোমবার, ৯ জুন ২০২৫



জামালপুরে পরকীয়ায় যুবক আটক, উত্তাল গ্রাম: বাড়িঘর ভাঙচুর ও আহত ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন সন্তানের জননী এক গৃহবধূর ঘরে পরকীয়ার অভিযোগে এক যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।

এতে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৯ জুন) সকালে সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ পূর্বপাড়া এলাকায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সৌদি প্রবাসী এক ব্যক্তির তিন সন্তানের জননী গৃহবধূর ঘরে প্রবেশ করেন একই গ্রামের মো. হাবেল মিয়ার ছেলে শাকিব মিয়া (২৫)। এ সময় ঘরের ভেতর তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা দুজনকে হাতেনাতে আটক করে ফেলে। পরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে ঈদের দিন সকালে বিষয়টি নিয়ে বসার কথা থাকলেও, নামাজ ও কোরবানির পর সালিশের সিদ্ধান্ত হয়। ততক্ষণ পর্যন্ত ওই গৃহবধূ ও যুবককে সামাজিক বিচারের জন্য একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সন্ধ্যায় শাকিবের বড়ভাই সাদ্দাম হোসেন গ্রাম্য সালিশ বিচারকে উপেক্ষা করে তার নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ ওই বাড়ি থেকে তালা ভেঙে শাকিবকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগমের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

এছাড়াও, আজ সোমবার সকালে কামরাবাদ বিরিক্কিলি মোড় এলাকায় চাঁন মন্ডল (৬০) চা খেতে এলে শাকিবের বাবা হাবেল মিয়া অতর্কিতভাবে তাকে মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহত চাঁন মন্ডল কামরাবাদ গ্রামের আইন উদ্দীনের ছেলে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বিধবা জবা বেগম এবং আহত চাঁন মন্ডল দুজনেই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এর উপযুক্ত বিচার দাবি করেছেন।

অভিযুক্ত গৃহবধূর শাশুড়ি আম্বিয়া বেগম জানান, তার ছেলে দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে আছেন। তিনি দেশে আসতে চাইলেও তার স্ত্রী তাকে আসতে দেন না। আম্বিয়া বেগম আক্ষেপ করে বলেন, “আজ তার অপকর্মের কারণে আমার ফুটফুটে তিনটি নাতি-নাতনি মা হারা হতে যাচ্ছে।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আরাফাত খান বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ১৮:০৬:৩২   ৮১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাবিতে অনুষ্ঠিত হলো ১৬শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
সোনারগাঁয়ে মান্নানের পক্ষে যুবদল নেতা মামুনের গণসংযোগ
আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল : ফজলুর রহমান
ধানের শীষের জন্য গণজোয়ার অপেক্ষা করছে: মাসুদুজ্জামান
গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই : আমানউল্লাহ আমান
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের কুশল বিনিময়
আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ভূমিকম্পে সারা দেশে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬ শতাধিক
সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ