১০ মাসেও কোনো সংস্কার হয়নি, এটা আমাদের ভীষণভাবে পীড়া দেয়: হেলেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১০ মাসেও কোনো সংস্কার হয়নি, এটা আমাদের ভীষণভাবে পীড়া দেয়: হেলেন
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



১০ মাসেও কোনো সংস্কার হয়নি, এটা আমাদের ভীষণভাবে পীড়া দেয়: হেলেন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরীন খান বলেছেন, দেশের জনগণের প্রত্যাশা ছিল ব্যাপক সংস্কার হবে। কিন্তু গত ১০ মাসেও কেউ কোনো সংস্কার দেখতে পায়নি। এখনো পর্যন্ত কোনো সংস্কার আলোর মুখ দেখেনি। এটা আমাদের ভীষণভাবে পীড়া দিচ্ছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার অপ্রয়োজনীয় কথাবার্তা বলে এবং কিছু সিদ্ধান্ত নিয়ে সময়ক্ষেপণ করেছে। এ দেশের অনেক উদাহরণ আছে, ৯০-এর আন্দোলনে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন হয়েছে। তখন জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরও কয়েকবার তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। কিন্তু গত ১০ মাসে আমরা কোনো সংস্কারের আলোর মুখ দেখিনি।’

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে হেলেন জেরীন খান বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। কিন্তু এপ্রিল প্রাকৃতিক দুর্যোগের মাস। এই সময় ঝড়-বৃষ্টি ও বন্যা থাকে। এ সময় এসএসসি পরীক্ষা হয়। ডিসেম্বর ও জানুয়ারি জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তখন দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।’

মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খানের সঞ্চালনায় এবং ইতালি বিএনপির নেতা সাইফুল ইসলাম সরদার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি সায়েম বেপারী, দুধখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ মোল্লাসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১১:২৫:৩৫   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশিষ্ট কবি মোজাফফর হোসেন বাবুর ৬৪ তম জন্মবার্ষিকী পালিত ‎
জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১
সাপের কামড়ে নারীর মৃত্যু, সরিষাবাড়ী হাসপাতালে ছিল না অ্যান্টিভেনম
জামালপুরে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার বন্ধ করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না : ফ্রান্স
সুনামগঞ্জে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান
ভিপি নুরের ওপর হামলা ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র : এ্যানি
নুরের ওপর হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জোনায়েদ সাকির
গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ