অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার
রবিবার, ১৫ জুন ২০২৫



অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে জাকারিয়া আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার আব্দুস ছবুর তপাদারের ছেলে।
লিয়াকত আলী বলেন, জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় নানা অপরাধে জড়িত ছিল। যদিও তিনি পুলিশের কোনো ইউনিটেই কখনও কর্মরত ছিলেন না।

ওসি আরও বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে জাকারিয়া বিয়ে করেন। তার স্ত্রী তার ভুয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তাকে নজরদারিতে রাখে। তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ‘জাকির আহমেদ চৌধুরী’ নামে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদবির একটি ভুয়া আইডি কার্ড এবং পুলিশের টুপি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানায় গ্রেপ্তার জাকারিয়ার বিরুদ্ধে তিনটি মামলা আছে জানিয়ে ওসি লিয়াকত আলী বলেন, দেশের অন্যান্য থানায় তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১৭   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
কিশোরীর পণ ‘‘পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও’’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ