তাহসানের আবারও বিয়ে দরকার ছিল না : মন্দিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তাহসানের আবারও বিয়ে দরকার ছিল না : মন্দিরা
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



তাহসানের আবারও বিয়ে দরকার ছিল না : মন্দিরা

বর্তমান সময়ের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সংগীতশিল্পী তাহসান খান তার ‘ক্রাশ’। ছোটবেলা থেকেই যার গান শুনেন, পছন্দ করেন।

তবে চলতি বছরের শুরুতেই তাহসান বিয়ে করে ফেলায় যেন খানিকটা কষ্টই পেয়েছেন মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজার সুরেই বলতে দেখা গেল, তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না!

রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান। তবে চলতি বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি। এরপরে বর্তমানে স্ত্রীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন এই সংগীত তারকা।

এদিকে ঈদে মুক্তি পেয়েছে মন্দিরার ‘নীলচক্র’ সিনেমা। সেই সিনেমা ও বর্তমান কাজ প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তাহসান খান সম্পর্কে।

জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে যেন? ওহ, তাহসান।‘ মন্দিরার মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন, ‘ভুলে গেছো তাহসানের কথা?’

অনেকটা আফসোস করে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি।’

এরপরই খানিকটা অভিমানের সুরে এই চিত্রনায়িকা বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ পরক্ষণেই হেসে দেন অভিনেত্রী।

মন্দিরা বলেন, ‘একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’

প্রসঙ্গত, ২০১২ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’তে রানার-আপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫৭   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী
নির্বাচনী ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট অঙ্গীকার চায় সুজন
বেগম জিয়া শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন: নজরুল ইসলাম
হাদি হত্যা: ফয়সালের ভিডিওবার্তা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
বাণিজ্যমেলা বাংলাদেশকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করেছে : উপদেষ্টা
মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ: আমিনুল
শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ
নারায়ণগঞ্জে ১৬টি মনোনয়নপত্র বাতিল, চারটি স্থগিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ