জামালপুরে ঝিনাই নদীর করাল গ্রাস থেকে মন্দির-শ্মশান রক্ষায় মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ঝিনাই নদীর করাল গ্রাস থেকে মন্দির-শ্মশান রক্ষায় মানববন্ধন
শনিবার, ২৮ জুন ২০২৫



জামালপুরে ঝিনাই নদীর করাল গ্রাস থেকে মন্দির-শ্মশান রক্ষায় মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীর ভাঙনের কবল থেকে চাপারকোনা কালী মন্দির ও মহাশ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা, দোলভিটা ও হাটবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এসময় মানববন্ধনে চাপারকোনা গোপাল বিগ্রহ মন্দিরের সভাপতি প্রবীর কুমার পাল এবং সাধারণ সম্পাদক বিনয় মোহন্ত সহ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খান উজ্জল, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া এবং ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রাজীব পাল প্রমুখ।

বক্তারা বলেন, খরস্রোতা ঝিনাই নদীর অব্যাহত ভাঙনের কারণে চাপারকোনা কালী মন্দির এবং সংলগ্ন মহাশ্মশান চরম হুমকির মুখে পড়েছে। এটি কেবল একটি মন্দির নয়, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
যদি এই ভাঙন অব্যাহত থাকে তাহলে অচিরেই মন্দির ও শ্মশান নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলবে।

তাই জেলা প্রশাসক সহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে নদী ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং অথবা স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

এ সময় চাপারকোনা মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন পাল, অর্থ সম্পাদক বাপ্পি চক্রবর্তী, প্রচার সম্পাদক সুমন মহন্ত, সদস্য সঞ্জীব কুমার পাল সহ তিনটি গ্রামের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৩   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন-গুলি
বাধা পেরিয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’
ইতিহাসের এই দিনে
ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব
পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা - ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ