জামালপুরে ঝিনাই নদীর করাল গ্রাস থেকে মন্দির-শ্মশান রক্ষায় মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ঝিনাই নদীর করাল গ্রাস থেকে মন্দির-শ্মশান রক্ষায় মানববন্ধন
শনিবার, ২৮ জুন ২০২৫



জামালপুরে ঝিনাই নদীর করাল গ্রাস থেকে মন্দির-শ্মশান রক্ষায় মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীর ভাঙনের কবল থেকে চাপারকোনা কালী মন্দির ও মহাশ্মশান রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা, দোলভিটা ও হাটবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

এসময় মানববন্ধনে চাপারকোনা গোপাল বিগ্রহ মন্দিরের সভাপতি প্রবীর কুমার পাল এবং সাধারণ সম্পাদক বিনয় মোহন্ত সহ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খান উজ্জল, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া এবং ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রাজীব পাল প্রমুখ।

বক্তারা বলেন, খরস্রোতা ঝিনাই নদীর অব্যাহত ভাঙনের কারণে চাপারকোনা কালী মন্দির এবং সংলগ্ন মহাশ্মশান চরম হুমকির মুখে পড়েছে। এটি কেবল একটি মন্দির নয়, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
যদি এই ভাঙন অব্যাহত থাকে তাহলে অচিরেই মন্দির ও শ্মশান নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলবে।

তাই জেলা প্রশাসক সহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে নদী ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং অথবা স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

এ সময় চাপারকোনা মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন পাল, অর্থ সম্পাদক বাপ্পি চক্রবর্তী, প্রচার সম্পাদক সুমন মহন্ত, সদস্য সঞ্জীব কুমার পাল সহ তিনটি গ্রামের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৩   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষক লাঞ্ছনার অভিযোগে সরিষাবাড়ী সমন্বয় সভায় ক্ষুব্ধ শিক্ষকরা
নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. রায়হান কবির
সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে যৌথ বাহিনীর টহল
আগুন-সন্ত্রাস মেনে নেওয়া হবে না: আওয়ামী লীগকে হুঁশিয়ারি বাবুলের
ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি: মান্নান
সরিষাবাড়ীতে আ.লীগকে পূর্ণবাসন নিয়ে যুবদল-বিএনপি দ্বন্দ্ব
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ