মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে মশাল মিছিলের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ (বিআরপি)।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শাহবাগ মোড় থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিলের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের কর্মসূচির সূচনা করে দলটি।

মশাল মিছিলে দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান, প্রধান উপদেষ্টা সেলিম প্রধান, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুসসহ দলটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের কয়েক’শ অংশ নেন। মিছিল থেকে তারা ‘বিআরপি-বিআরপি, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জুলাইয়ের ঘোষণা, দিতে হবে দিতে হবে’ আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথসহ নানা ধরনের স্লোগান দেন।

মশাল মিছিলের শেষে দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আমাদের মশাল মিছিল। এছাড়া এই মশাল মিছিলের মাধ্যমে দেশ যেন আর আগের জায়গায় না যায়, দেশে কোনো অপশক্তি সন্ত্রাসী, চাঁদাবাজি করতে না পারে এজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহব্বানও জানাচ্ছি।

এসময় দেশকে নিয়ে ষড়যন্ত্রকারী ভারতের বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন এসময়।

দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান জানান, জুলাই অভ্যুত্থান স্মরণে মশাল মিছিলের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হল। জুলাই-আগস্টের আন্দোলন নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী আয়োজন রয়েছে। এছাড়া মশাল মিছিল থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবীও জানান দলটির নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:১৬:০১   ১৬ বার পঠিত