মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান

জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এ কথা জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই সনদ ঘোষণা করার দাবি জানান।

মঙ্গলবার (০১ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান-৩৬ দিন উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না।

দুবারের বেশি প্রধানমন্ত্রিত্ব না করার পাশাপাশি ওই ব্যক্তি যেন সরকার প্রধান হতে না পারেন, ভারতীয় আধিপত্যবাদ যেন ফিরে আসতে না পারে, যেন রাষ্ট্রীয় সম্পদ লুট হতে না পারে এ ধরনের নানা পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্রীয় সংস্কারে বাঁধা দেয়া গাদ্দারীর লক্ষণ।

এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টি ক্ষমতার জোটে বিশ্বাসী না, জনতার জোটে বিশ্বাসী।

বাংলাদেশ সময়: ১৫:২১:৪২   ১২৯ বার পঠিত