“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১০ জুলাই) সাইনবোর্ড এলাকায় এক লক্ষতম গাছের চারা রোপণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এ ঐতিহাসিক বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।
পরিবেশবান্ধব উন্নয়ন ও টেকসই নগরায়ণের লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গত ১০ মে ঢাকা বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা গেছে, গত দুই মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন, ৫টি পৌরসভা, ৪২টি সরকারি দপ্তর, ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮০ কিলোমিটার সড়ক ও ৪ কিলোমিটার খালের পাড়জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোট ৪৮ প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। উল্লেখযোগ্য বিদেশি প্রজাতির মধ্যে রয়েছে চেরি, গোলাপি ট্রাম্পেট, জাকারান্ডা, ফক্সটেল পাম, গ্লোরিয়া সিরিয়া ও রেইন ট্রি।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সর্বোচ্চ ৩ হাজার দেবদারু গাছ রোপণ করা হয়, যা সড়কটিকে একটি সবুজ করিডোরে রূপ দিয়েছে। একইসঙ্গে হাজিগঞ্জ দুর্গ ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকাসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রাকৃতিক স্পটগুলোতেও সবুজায়নের আওতায় আনা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিতে ছিল এক অনন্য সম্মিলিত অংশগ্রহণ। অংশ নিয়েছে জেলার রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্পঘন জেলা হওয়ায় এখানে বাতাসে কার্বনডাই-অক্সাইডের মাত্রা বেশি। যেখানে ৬৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, সেখানে আমাদের রয়েছে মাত্র ৩ শতাংশের কিছু বেশি। সেই ঘাটতি পূরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। এই গাছগুলোর রক্ষণাবেক্ষণে ৬০ জনের একটি দল কাজ করবে। পরবর্তী লক্ষ্য হবে শহরের জলাবদ্ধতা নিরসনে কাজ করা।”
কর্মসূচিতে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান।
বাংলাদেশ সময়: ২৩:০০:৪৬ ১৭ বার পঠিত